আওয়ার ইসলাম ডেস্ক: আফগানদের জন্য উজবেকিস্তানে মানবিক সহায়তা কেন্দ্র স্থাপন করছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে, উজবেকিস্তানের টারমেজে এই মানবিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। খামা প্রেস।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য ইইউ এবং উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধিরা গতকাল সোমবার (১৫ নভেম্বর) ব্রাসেলসে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের ইইউ দূত টমাস নিকলাসন সেখান থেকে ইইউ নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে উজবেকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা আনতে উজবেকিস্তানের সাথে অব্যাহত সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিশেষ প্রতিনিধিরাও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
এর আগে জাতিসংঘ জানিয়েছিল, আফগানিস্তানে সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান কেন্দ্র হবে টারমেজ। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো আফগানিস্তানে গভীরতর মানবিক সংকট রোধে এগিয়ে যাওয়া এবং সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।
চলতি বছরের ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর ৮ সেপ্টেম্বর মন্ত্রিসভা ঘোষণা করে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ব্যাপক খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। তালেবান নেতারা সংকট মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আর্জি জানিয়ে আসছে।
এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ কাবুলে মানবিক সহায়তা পাঠাতে শুরু করে। জাতিসংঘও মানবিক সহায়তার ঘোষণা দেয়। আফগান জনগণের খাদ্য সহায়তায় ইইউও ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।
-এটি