আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় তৎপরতা চালানো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। খবর দ্য ডনের।
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইসলামাবাদ সফরকালে বলেছেন, ‘পাকিস্তানে সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা হলে তাতে আঞ্চলিক সব দেশ উপকৃত হবে।’
মুত্তাকি বলেন, ‘পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে।’
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তান সরকার ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি মধ্যস্থতা করছেন বলে গুঞ্জন শুরু হয়। এমনকি ওই আলোচনা আফগানিস্তানের খোস্ত প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও বিভিন্ন পক্ষ থেকে জানানো হয়।
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর টিটিপির ভাগ্য নির্ধারণ ইসলামাবাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি মূলত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় তৎপরতা চালিয়ে আসছে। তাদের সশস্ত্র হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে।
আফগানিস্তানের তালেবানকে অনুসরণ করে টিটিপি। আফগান তালেবানের মতো তারাও পাকিস্তানে নিজস্ব শরিয়া আইন জারি করতে চায়। পাকিস্তানের তথ্যমতে, ২০২০ সালে টিটিপি পাকিস্তানে ৯৫টি সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪০ জন নিহত হয়েছেন।
-এটি