শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দর আব্বাসের কাছে দু’টি শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পলিয়ে গেছেন।

স্থানীয় সময় রোববার (১৪ নভেম্বর) বিকেলে বন্দর শহর বন্দর আব্বাস পর পর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে। এক মিনিটের ব্যবধানে রিকটার স্কেল ৬ দশমিক ৫ মাত্রায় প্রথম ভূমিকম্পটি হয়।

এরপরেই দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়েছে। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক খুটি পথচারী এক ব্যক্তির ওপর পড়লে তার মৃত্যু হয়েছে।

একইসঙ্গে কেঁপে ওঠে পার্শ্ববর্তী বিভিন্ন প্রদেশেও। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও ভূমিকম্প হয়। তবে এতে এখন পর্যন্ত কোন ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্তের খবর পাওয়া যায়নি।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দর আব্বাসের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। ইরনা জানায়, ওই এলাকায় ঘরবাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আমিরাতের পূর্ব পাশে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রিসভার তাৎক্ষণিক বৈঠক ডেকেছেন। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে তার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে নির্দেশ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ