শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

দূষণের কবলে দিল্লির স্কুল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে বায়ু দূষণের রোধে সুপ্রিম কোর্ট কঠোর পদক্ষেপ নিতে বলার কয়েক ঘণ্টার পর স্কুল বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার (১৩ নভেম্বর) আগামী এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জরুরি এক বৈঠক করার পর মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। আমরা দূষণের মধ্যে বাচ্চাদের বাসা থেকে ঘর বের করে নিয়ে আসতে চাই না।

দিল্লিতে নির্মাণকাজ আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি অফিসগুলো সক্ষমতা অনুযায়ী বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। আর বেসরকারি অফিসগুলো বাসা থেকে কাজ করার জন্য শিগগিরই পরামর্শ জারি করা হবে।

এমন পরিস্থিতিতে ঘরে থাকা অবস্থায়ও মাস্কপরাসহ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গণপরিবহন চলাচল ত্রিশ শতাংশে কমিয়ে আনতে বলা হয়েছে। দিল্লিতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন সুপ্রিম কোর্ট। এছাড়া লকডাউন দেয়ারও পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গেল একদিনে বায়ু দূষণের মাত্রা বেড়ে ৪৭১ একিউআই এ পৌঁছায় যা চলতি বছরের সর্ব্বোচ্চ দূষণ মাত্রা।

এদিকে, নয়াদিল্লি সংলগ্ন যমুনা নদী প্রতি বছরের মতো বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে। কলকারখানার বর্জ্য পদার্থ নদীতে মিশে দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় নদীতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রাও অনেক বেড়েছে। দীপাবলির পরদিন থেকে দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলিতে দূষণ চরম মাত্রায় পৌঁছায়।

এছাড়াও চার হাজারের বেশি কৃষি জমিতে খড়কুটো পোড়ানোর ধোঁয়া দিল্লির দিকে চলে আসায় পরিস্থিতি আরো অবনতি হতে থাকে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ