আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আহ্বানে রাষ্ট্রীয়ভাবে জুমার আগে সব মসজিদে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়।
আমিরাতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় + ছবিকরোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ নামাজের আয়োজন করেছে আমিরাত সরকার।
এ বিষয়ে আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্ট বিভাগ জানায়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ অ্যান্ড আওকাফের সমন্বয়ে দেশটির সব মসজিদ ও খোলা মাঠে বৃষ্টির নামাজের ব্যবস্থা করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।
দুবাইয়ে ৮শ মসজিদ মুসাল্লাহ সহ আমিরাতের সকল মসজিদে জুমার নামাজের পূর্বে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সেদেশে বৃষ্টির নামাজের আয়োজন এই প্রথম নয়। ২০১০, ২০১১, ২০১৪, ২০১৭ এবং ২০২০ সালে'ও সালাতুল ইস্তিসকা আদয়া করা হয়েছে। আমিরাতে এই নমাজ সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. গরমের প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির জন্য নামাজ আদায় করতে বলেছেন। এ নামাজকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ইস্তিসকা এর অর্থ পানি প্রার্থনা করা। অনাবৃষ্টিতে খুব বেশি কষ্ট হলে সব মুসল্লিদের নিয়ে একত্রে খোলা মাঠে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। সূত্র: ইকনা
-এটি