আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনরোধে ট্রাম্প সরকারের যথাযথ পদক্ষেপ না নেওয়া, ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার কারণে যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন সংকট সমাধান আশানুরূপ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
পরিবেশ সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে কয়েক ধাপ পিছিয়ে দেওয়ায় ট্রাম্পকেই দায়ী করেছেন তিনি। গ্লাসগোতে চলমান কপ টুয়েন্টি সিক্স সম্মেলনে এসব কথা বলেন বারাক ওবামা। সম্মেলনে যোগ না দেওয়ায় সর্ব্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন ও রাশিয়ারও তুমুল সমালোচনা করেছেন ওবামা।
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ টুয়েন্টি সিক্স সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে আলোচনায় ব্যস্ত বিশ্বনেতারা। হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও।
এসময় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে ওবামা বলেন, ট্রাম্পের বৈরী মনোভাবের কারণেই জলবায়ু সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রে অগ্রগতি থমকে গিয়েছিল। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন সরে আসায় পরিবেশ সুরক্ষায় যুক্তরাষ্ট্র কয়েক ধাপ পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন ওবামা।
তিনি বলেন, প্যারিস চুক্তিতে থাকলে অনেক কাজ সহজ হতো। বেশিরভাগ দেশই এ চুক্তির আওতায় আসলেও কাজে ব্যর্থ হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাবেক ট্রাম্প সরকার ব্যর্থ ছিল।
ট্রাম্প সরকার যথাযথ পদক্ষেপ না নিলেও জলবায়ু পরিবর্তন রোধে এখনও যুক্তরাষ্ট্র বিচ্যুত হয়নি বলে আশ্বস্ত করেন ওবামা। রাজ্য ও স্থানীয় সরকারি পদক্ষেপে কাজ কিছুটা এগিয়েছে বলেও জানান তিনি। তবে সেই চার বছরের ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে বিস্তারিত না বললেও বাইডেন সরকার টেকসই পদক্ষেপ নেবেন বলে জানান ওবামা।
-এএ