আওয়ার ইসলাম ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে নৃশংস হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ব্রেন্টন ট্যারান্টের শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তার আইনজীবী।
অপরাধী ব্রেন্টন তখন চাপের মুখে আদালতে দোষ স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
এ বিষয়ে তার আইনজীবী টনি এলিস (৩১) বলেন, ‘ব্রেন্টন ট্যারান্ট সেই সময়ের দোষ স্বীকার করা নিয়ে এখন প্রশ্ন তুলছেন। বন্দুকধারী বলেছেন, দোষ স্বীকার করাতে রিমান্ডে থাকাকালীন তার ওপর অমানবিক চাপ দেওয়া হয়েছে। এতে বাধ্য হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন’।
রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘ব্রেন্টন সিদ্ধান্ত নিয়েছিলেন যে, দোষ স্বীকার করাই হলো সবচেয়ে সহজ উপায়’।
২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের লিনউড ও আল নূর মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করে ট্যারান্ট। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। ওই সময় খেলতে যাওয়া বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও ছিলেন নিউজিল্যান্ডে। অল্পের জন্য রক্ষা পান তারা।
-এটি