আওয়ার ইসলাম ডেস্ক: কুয়েতের মন্ত্রিসভা দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আস-সাবাহের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। দেশটির পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের মধ্যে বিরোধের জেরে সোমবার এই পদত্যাগপত্র জমা দেন তারা।
এই নিয়ে এক বছরে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। তবে আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করবেন কি না, তা নিশ্চিতভাবে বলা যায়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথম দফায় পদত্যাগের পর মার্চে আবার শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন কুয়েতের আমির। পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যরা মন্ত্রিসভার প্রতি কুয়েতে করোনাভাইরাস সংক্রমণে ব্যবস্থাপনা ও দুর্নীতি দমনের বিষয়ে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করে আসছেন।
সরকার ও বিরোধী দলের মধ্যে এই বিতর্কের জেরে আইন পরিষদের স্বাভাবিক কর্মসূচিই অচল হয়ে পড়েছিলো। সম্প্রতি সরকার পার্লামেন্টের সদস্যদের সাথে অচলাবস্থা ভাঙতে সংলাপ শুরু করলেও বিরোধী দলীয় সদস্যরা বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিকারের দাবি করে।
কুয়েতে আমিরের আদেশই চূড়ান্ত হলেও বিভিন্ন বিষয়ে দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থার অনুসরণ করা হয়। রাজতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে হলেও দেশটির পার্লামেন্ট আইন প্রণয়ন, সরকার গঠনে আস্থা-অনাস্থা ভোট প্রদান এবং মন্ত্রিসভাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারে। সূত্র: রয়টার্স
-এটি