শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

সিয়েরা লিয়নে মৃতের সংখ্যা বেড়ে ১০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিয়নে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। গুরুতর আহত হয়েছেন শতাধিক।

হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা।

স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) রাতে সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি তেলের ট্যাঙ্কারের সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়।

এতে সঙ্গে সঙ্গেই ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে।

সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা না হলেও বিভিন্ন বেসরকারি সংস্থা ও গণমাধ্যম বলছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। আগুনে দগ্ধ শতাধিক মানুষকে ফ্রি টাউনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করছেন অনেকে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, রাতেই উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। ঘটনাস্থল থেকে অন্তত পাঁচ হাজার স্থানীয়কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় তারা।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

পশ্চিম আফ্রিকার এ শহরটিতে অন্তত ১০ লাখ মানুষ বসবাস করে। সম্প্রতি ভূমিধস, অগ্নিকাণ্ডসহ বেশ কিছু ঘটনার সাক্ষী হয়েছে শহরটি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ