শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ফাইজারের অ্যান্টিভাইরাল ট্যাবলেট কিনছে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফাইজারের পরীক্ষামূলক অ্যান্টিভাইরাল কোভিড-১৯-এর মুখে খাওয়া যায় এমন ট্যাবলেটের ৭০ হাজার কোর্স কিনছে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

শনিবার (৬ নভেম্বর) কোরিয়া রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স’র।

শুক্রবার (৫ নভেম্বর) ফাইজার বলেছে, পরীক্ষার ফলাফলে দেখা গেছে যে তাদের প্যাক্সলোভিড ট্যাবলেট করোনা ভাইরাসের লক্ষণ শুরু হওয়ার তিন দিনের মধ্যে গুরুতর অসুস্থতার উচ্চঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ হ্রাস করে।

ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়া মেরক-এর কোভিড-১৯ ব্যবস্থার ২ লাখ কোর্স পেতে চুক্তি স্বাক্ষর করেছে। এ বিষয়ে কেডিসিএ জানিয়েছে, আরও অতিরিক্ত এক লাখ ৩৪ হাজার কোর্স কেনা হবে, তবে কোনটি কেনা করা হবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত মাসেই দক্ষিণ কোরিয়ান সরকার জানায়, তারা সুইস ফার্মাসিউটিক্যাল রোচে হোল্ডিং এজির সঙ্গে তাদের তৈরিকৃত সহজেই পরিচালনাযোগ্য কোভিড-১৯ অ্যান্টিভাইরাল ট্যাবলেটের বিষয়ে আলোচনায় রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকার মুখে খাওয়া যায় এমন কোভিড-১৯-এর অ্যান্টিভাইরাল ট্যাবলেট কেনার জন্য ৩০ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করেছে।

শুক্রবার (৫ নভেম্বর) ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা একটি সাক্ষাৎকারে বলেছেন, ফাইজার প্যাক্সলোভিডের সরবারহের বিষয়ে ৯০টি দেশের সঙ্গে আলোচনায় রয়েছে। যুক্তরাজ্য ইতোমধ্যেই মেরক-এর মুখে খাওয়া যায় এমন ওষুধের ৪ লাখ ৮০ হাজার কোর্স এবং ফাইজারের ২ লাখ ৫০ কোর্স সংগ্রহ করেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ