আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসের শেখ জাররাহ শরণার্থী শিবিরে ইসরায়েল নতুন করে কোনো রকমের বলপূর্বক উচ্ছেদ অভিযান চালালে সেখানকার ফিলিস্তিনি জনগণের পাশে সমস্ত প্রতিরোধ সংগঠন থাকবে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এই কথা বলেন হামাস প্রধান।
ইসমাইল হানিয়া বলেন, আমাদের যে সমস্ত মানুষ বায়তুল মুকাদ্দাস, পবিত্র আল-আকসা মসজিদ এবং সেখানকার ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করছেন তাদের জানা উচিত তাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল কোনো রকমের পদক্ষেপ নিলে তাদের পাশে ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধকামী সংগঠন এবং সাধারণ মানুষ শক্তভাবে দাঁড়াবে।
সম্প্রতি ইসরায়েলের একটি আদালত নির্দেশ দিয়েছে যে, শেখ জাররাহ শরণার্থী শিবিরের ৪৭০০ বর্গমিটার এলাকা থেকে ফিলিস্তিনি জনবসতি উচ্ছেদ করে সেখানে পার্ক নির্মাণ করতে হবে। এর বিরুদ্ধে সেখানকার ফিলিস্তিনি জনগণ রুখে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের এই সচেতনতা এবং প্রতিবাদের প্রশংসা করেন ইসমাইল হানিয়া।
-এএ