শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও ৫ লাখ মৃত্যু হতে পারে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছরের শুরুর দিকে ইউরোপে আরও ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডব্লিউএইচও'র ইউরোপীয় পরিচালক হ্যান্স ক্লুজ একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংস্থাটি আরও জানিয়েছে, তাদের ইউরোপীয় অঞ্চলে ৭৮ মিলিয়ন মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। যেখানে ৫৩টি দেশ ও অঞ্চলসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ অন্তভুক্ত। তবে, ক্রমবর্ধমান এই সংখ্যা এখন দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আফ্রিকাকে ছাড়িয়ে গেছে।

হ্যান্স ক্লুজ সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা আবারও মহমারির কেন্দ্রে রয়েছি।'

ক্লুজ উল্লেখ করেন, 'ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশে সংক্রমণের বর্তমান গতি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।'

তিনি বলেন, 'সংক্রমণের বর্তমান গতিপথ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও অর্ধ মিলিয়ন কোভিড-১৯ রোগীর মৃত্যু হতে পারে।' সব বয়সীদের মধ্যে মৃত্যুহার বেশি দেখা গেছে বলেও জানান তিনি।

ক্লুজ 'অপ্রতুল টিকাদান' এবং 'জনস্বাস্থ্য ও সামাজিক ব্যবস্থার শিথিলী' করাকে ক্রমবর্ধমান সংক্রমণের জন্য দায়ী করেছেন। তিনি বলেন, 'যেসব দেশে টিকা দেওয়ার হার কম, সেখানে হাসপাতালে ভর্তির হার বেশি।'

তিনি বলেন, পরীক্ষা, শনাক্ত, শারীরিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের মতো ব্যবস্থাগুলো এখনো ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের 'অস্ত্রাগারের' অংশ।

ক্লুজ বলেন, 'কোভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধির বিষয়ে প্রতিক্রিয়া থেকে শুরু করে প্রথম কোনো স্থানে এটি ঘটতে বাধা দেওয়ার জন্য আমাদের অবশ্যই কৌশল পরিবর্তন করতে হবে।'

বিভিন্ন দেশের তথ্য থেকে বার্তা সংস্থা এপি দেখেছে, গত ৬ সপ্তাহ ধরে ইউরোপে প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং ধারাবাহিকভাবে গত সাত সপ্তাহ ধরে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময় প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার শনাক্ত এবং ৩ হাজার ৬ শ জনের মৃত্যু হয়েছে।

তথ্য অনুসারে, গত সাত দিনে, রাশিয়ায় ৮ হাজার ১৬২ জনের, ইউক্রেন ৩ হাজার ৮১৯ জনের এবং রোমানিয়া ৩ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ