আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে স্থানীয় একজন মেয়রও আছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার হামলার ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মালির সীমান্তঘেঁষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত একটি প্রতিনিধি দলের ওপর হামলা করে বন্দুকধারীরা। এতে ৬৯ জন নিহত হয়। আহত হন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচি আলহাদা রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, হামলার পর ১৫ জন জীবিত ফিরে আসতে পেরেছেন। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
-এএ