আওয়ার ইসলাম ডেস্ক: বায়ুদূষণের চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বায়ুমান সূচকে শুক্রবার বছরের সবচেয়ে খারাপ অবস্থানে ছিল দিল্লি। সেখানে বায়ুদূষণের মাত্রার সূচক ৪৫১ ছিল।
এ বছর দিল্লিতে এই দিনটিই সবচেয়ে বেশি দূষিত। স্থানীয় সময় বৃহস্পতিবার দীপাবলি উৎসবে নিষেধাজ্ঞা না মেনেই দিল্লিতে আতশবাজি ফোটানো হয়। ধারণা করা হচ্ছে অন্যান্য কারণের পাশাপাশি বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে আতশবাজির ধোঁয়ার প্রভাব রয়েছে। খবর এনডিটিভির।
এ ছাড়া বছরের এই সময়ে এসে প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা জমির ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে থাকেন। সব মিলিয়ে দিল্লির বায়ুদূষণ জটিল আকার ধারণ করেছে।
এনটি