শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

সাইবেরিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বেলারুশ মালিকানাধীন কার্গো বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরপরই প্লেনটি সাইবেরিয়ার ইর্কুতস্ক শহরে ভেঙে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন এজেন্সি রোসাভিয়াতসিয়া জানায়, বুধবার (৩ নভেম্বর) বেলারুশের কোম্পানি গ্রোডনোর মালিকানাধীন অ্যান্তোনোভ এএন-১২ বিমানটি প্রথমে অবতরণের সময় চারপাশে প্রদক্ষিণ করে। মূলত এর পরপরই রাডারের সঙ্গে প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিধ্বস্তের ঘটনায় দুর্ভাগ্যবশত এর সব আরোহীর মৃত্যু হয়েছে বলে দাবি ইর্কুতস্ক আঞ্চলিক গভর্নর ইগর কভজেভের।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিয়ো ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা কালো-তুষারময় অবস্থায় টর্চের আলো জ্বালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

এতে প্রাণ হারানো আরোহীদের মধ্যে- দুইজন রাশিয়ার, দুইজন বেলারুশের, দুই জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। এর বাইরে আরও দুইজন আরোহী ছিলেন তারাও এবার মারা গেছেন। যদিও তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর দেশটির জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলেছে, ইর্কুতস্কে পৌঁছানোর পর বিমানটির সঙ্গে সব ধরনের রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী মস্কো থেকে প্রায় ৪ হাজার ২০০ কিলোমিটার পূর্বের পিভোভারিখা গ্রামের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা প্রায়ই দেখা যায়। বিশেষ করে দেশটির দূরপ্রাচ্যের অঞ্চলগুলোতে এই ঘটনা বেশি ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশটির পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক শহরের বাইরে একটি এএন-২৬ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে। সূত্র : রয়টার্স, এএফপি

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ