আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, দেশটির ইকুয়েডর সীমান্তবর্তী নারিনো রাজ্যে ভারী বর্ষণ হয়। এর ফলে সৃষ্ট ভূমিধসে ২টি ভবন ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।
কলম্বিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (ইউএনজিআরডি) ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে দেশটির পুতুমায়ো প্রদেশের মোকোয়া শহরে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
-এএ