আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। তবে এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলগুলো।
সোমবার দেশটির অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত লাগোসের একটি নির্মানাধিন বহুতল ভবন ভেঙ্গে পড়ে। রয়টার্সের খবরে জানানো হয়েছে, এখনো যাদের কোনো সন্ধান মেলেনি তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে দিনরাত অপেক্ষা করছেন। নিচে চাপা পরাদের মধ্যে কেউ বেঁচে আছেন এমন আশা রয়েছে। অন্তত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আফ্রিকার সবথেকে জনবহুল দেশটিতে ভবন ধস সাধারণ ঘটনা। সেখানে ভবন নির্মানের ক্ষেত্রে খুব একটা পর্যবেক্ষন বা নিয়ন্ত্রণ হয়না।
জীবনে অনেক ন্যাপি পাল্টিয়েছি, বৃটিশ প্রধানমন্ত্রী স্বীকার করলেন তিনি ছয় সন্তানের বাবা এরইমধ্যে ভেঙ্গে পরা ভবনটি নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে প্রদেশটির প্রধান স্থপতিকে।
-এটি