আন্তর্জাতিক ডেস্ক: কসোভো সফরে সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রী ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর করার সময় সেদেশের ঐতিহাসিক মসজিদসমূহ ও ইসলামিক স্কুলগুলো পরিদর্শন করেন।
সৌদি আরবের ইসলামি বিষয়ক ও প্রচার মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ কসোভোয় তার সরকারি সফরের সময় সেদেশের ঐতিহাসিক মসজিদগুলো পরিদর্শন করেছেন।
ঐতিহাসিক মসজিদসমূহ পরিদর্শনের সময় সৌদির মন্ত্রীর সঙ্গে কসোভোর ইসলামিক ইউনিয়নের সভাপতি, মুফতি নাঈম তরনাফা, আলবেনিয়া প্রজাতন্ত্র এবং কসোভোতে সৌদি আরবের রাষ্ট্রদূত ফয়সাল বিন গাজী হাফিজি’সহ কসোভোর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আল-শেখ এবং তার সাথে থাকা প্রতিনিধি দল মসজিদ পরিদর্শনের সময় এই মসজিদগুলির ইতিহাস এবং উন্নয়নের পর্যায়গুলি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।
সংবাদ সংস্থা আল-ইয়াউম বলেছে: সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রীর কসোভো সফর শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক এবং ইসলামের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি নির্বাহী পরিকল্পনা স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দেশটির বেশ কয়েকটি মসজিদ এবং ইসলামিক স্কুল পরিদর্শনও অন্তর্ভুক্ত ছিল।
এমডব্লিউ/