আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে গান চলায় গুলি করা দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে তালেবান। ঘটনার সাথে জড়িত অপর বন্দুকধারীর সন্ধান চলছে।
শনিবার এক টুইট বার্তায় এই তথ্য জানান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্য উপমন্ত্রী ও তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
এর আগে শুক্রবার নানগারহার প্রদেশের সুরখরুদ জেলার শামসপুর মীরগুন্দি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গানবাজনা চলছিলো। এই সময় তিন বন্দুকধারী ওই অনুষ্ঠানে এসে নিজেদের তালেবান যোদ্ধা পরিচয় দিয়ে গান বন্ধ করতে বলে। পরে অনুষ্ঠানের আয়োজক ও অতিথিদের ওপর গুলি চালায় তারা। গুলিতে অন্তত তিনজন নিহত ও দশজন আহত হয়।
টুইট বার্তায় জবিউল্লাহ মুজাহিদ বলেন, 'ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অপর একজনের সন্ধান চলছে।'
মুজাহিদ টুইট বার্তায় জানান, ঘটনার সাথে জড়িতরা তালেবানের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিরোধের জেরে এই ঘটনা ঘটায়।
শরিয়া আইনের অধীনে অপরাধীদের সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: আফগান সংবাদমাধ্যম
এনটি