আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের প্রবীণ রাজনৈতিক নেতা এবং সামরিক বাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী উ উইন হেইথেনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এই প্রথম সামরিক সরকারের অধীনে আদালত সু চির দলের কোনো সদস্যর বিরুদ্ধে এমন রায় দেয়া হলো।
শুক্রবার (২৯ অক্টোবর) জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানায়, ৭৯ বছর বয়স্ক উ উইনকে শুক্রবার এই কারাদণ্ড দেয়া হয়। উ উইন সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির জ্যৈষ্ঠ সদস্য।
উ উইনের আইনজীবী মিন্ট থুইন জানান, রাজধানী নাইপিদোতে একটি বিশেষ আদালতে রাষ্ট্রদ্রোহের দায়ে এই কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
ফেব্রুয়ারিতে সামরিক জান্তা সরকার অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে ডয়েচে ভেলে।
উ উইনের মেয়ে, চিট সু উইন টেন এক বার্তায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমাদের কাছে এটি অপ্রত্যাশিত ছিল না। যারা এই অন্যায় করেছেন, একদিন তাদের জবাবদিহি করতে হবে। জনগণ জেগে উঠবে। আমরা জিতবই।
এ বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। পরে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়।
এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সংঘর্ষে দেশজুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া অগণিত মানুষকে বিনা বিচারে আটক করা হয়েছে।
-এএ