আওয়ার ইসলাম ডেস্ক: গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস তুরস্কের সঙ্গে বৈরি সম্পর্ক নিয়ে বলেছেন, গঠনমূলক আলোচনার জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে।
শনিবার এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়াৎ ডেইলি নিউজ।
দুই অ্যাথেন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ প্রেস বিফিংয়ে ফ্রান্স প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় দুই নেতার মধ্যে ফ্রান্সের করোনা পরিস্থিতি ও করোনা পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দুই নেতার মধ্যে গ্রিস ও তুর্কির সম্পর্কের বিষয়ে আলোচনা হয়।
মাঝেমধ্যেই তুরস্কের সঙ্গে সম্পর্ক খারাপের বিষয়টি প্রসঙ্গ উঠলে গ্রিস প্রধানমন্ত্রী বলেন, গঠনমূলক আলোচনার জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে।
এ সময় মার্কেল বলেন, উত্তেজনা কমানো ও সংলাপের পক্ষে আপনার দৃঢ় অবস্থানের বিষয়ে আমি জানি।
গ্রিসের প্রধানমন্ত্রীর মতে, এক দশক আগে বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রথম যে দেশটিতে সফরে গিয়েছিলেন তার থেকে গ্রিস একটা ভিন্ন দেশ।
এনটি