নুরুদ্দিন তাসলিম
কাউন্সিল থেকে সরাসরি>
দেশের ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের পঞ্চম কাউন্সিল ও সাধারণ সভা শুরু হয়েছে।
আজ বাদ জুমা রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ফোরামের সদস্যরা উপস্থিত হয়েছেন।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত হয়েছেন- মাওলানা লিয়াকাত আলী, আইয়ুব বিন মুঈন, যাইনুল আবেদীন, হুমায়ুন আইয়ুব, উবাইদুল্লাহ আজহারী, আমির ইবনে আহমদ, মুহিউদ্দীন ফারুকী, মোহাম্মদ ফয়জুল্লাহ, আব্দুল্লাহ আল ফারুক, শরীফ আনিসুর রহমান, মাহমুদুল হাসানসহ আরও অনেকে।
জানা যায়, অনুষ্ঠানের প্রথমে থাকবে উদ্বোধনী পর্ব। এই পর্বের অধীনে থাকছে উপস্থাপনা, দুপুরের খাবার, কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, স্বাগত বক্তব্য ও গঠনন্ত্র সংশোধনী অনুমোদন।
২য় পর্বে থাকছে পরিচালনা। ভোটগ্রহণ, প্রার্থী বাছাই। ৩য় পর্বে থাকবে সদস্যদের অনুভূতি ও অতিথি বক্তব্য। চতুর্থ পর্বে থাকবে ফলাফল ঘোষণা ও অতিথি বক্তব্য। পঞ্চম ও সর্বশেষ পর্বে থাকবে পূর্ণাঙ্গ ঘোষণা ও সমাপনী।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
-এএ