বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পেলেন না মিজানুর রহমান আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দেশটির রাজধানী লন্ডনে একটি টিভি চ্যানেলের আমন্ত্রণে সেখানে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ব্রিটেনের হোম অফিস তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি।

স্থানীয় একটি নিউজ পোর্টালের বরাতে জানা যায়, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির কিছু লোক তথা প্রগতিশীল রাজনীতি, মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তার সফরের বিরোধিতা করে সংশ্লিষ্ট দপ্তরে আপত্তি জানায়। এরপরই হোম অফিস এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

আই অন টিভির আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর একটি ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল আজহারীর। জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছান মিজানুর রহমান আজহারী।

সেখান থেকে তিনি লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেটে যান। কিন্তু সেখান থেকে তাকে ব্রিটেনের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর