আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনা অতিমারি মোকাবেলায় আগামী এক বছরে প্রায় আড়াই হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস জানান, টিকা প্রদান, করোনা পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। একই সাথে চলমান অতিমারি মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন, ক্রয় এবং বণ্টনে ব্যয় হবে এই অর্থ।
সহায়তার অর্থে করোনার টিকার বন্টন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে সারা বিশ্বে প্রায় ৫০ লাখ মানুষের প্রাণ বাঁচবে বলেও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
ডব্লিউএইচও জানিয়েছে, লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে তাদের এই পরিকল্পনা। এর মাধ্যমে দরিদ্র দেশগুলোয় করোনার টিকাসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী সরবরাহে বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে।
-এটি