আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ সুদানে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে বাধা দেওয়ায় সামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন।
এ গত চারদিনে দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষে ১১ জনের প্রাল গেলাে।
এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে গভীর উদ্বেগ ব্যক্ত করে বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই পুনর্বহালের আহ্বান জানিয়েছে।
-এএ