আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে অনড় ইসরায়েল। ফিলিস্তিনিদের ভূমিতে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে তেল আবিব।
বসতি স্থাপনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা। এদিকে, ইসরায়েলি আধিপত্য রুখতে ব্যাপক মহড়া চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস।
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের অনশনের প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্যারেডে অংশ নেন ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাসের সদস্যরা। রকেট, মেশিন গান, গ্রেনেড লাঞ্চারের রেপ্লিকা হাতে নিয়ে নিজেদের শক্তির জানান দেন তারা। গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরের কাছে এই প্যারেডে অংশ নেন হামাসের সশস্ত্র যোদ্ধারা।
এদিকে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিরোধিতা উপেক্ষা করেই পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে আলজাজিরা জানায়, পশ্চিম তীরে ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণ ও ১ হাজার ৮০০ বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পশ্চিম তীরে নতুন করে এক হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণার এক সপ্তাহের মাথায় এর অনুমোদন দিল নাফতালি বেনেট সরকার।
ইসরায়েলের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে ব্যবস্থা নিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও বাইডেন প্রশাসনের বিরল বিরোধিতার পরও পশ্চিম তীরে বসতি নির্মাণকে ইসরায়েলের আত্মঘাতী সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।
-এটি