শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

অবশেষে আফগানিস্তানে মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জনগণকে ১৪৪ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দিয়েছেন।

ঘোষণায় বলা হয়- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (আইওএম) স্বাধীন আন্তর্জাতিক ও বেসরকারি মানবিক সংস্থাগুলোকে সরাসরি সহায়তা দেওয়া হবে।

ব্লিঙ্কেন বলেন, এসব তহবিলের মাধ্যমে ১৮ মিলিয়নেরও বেশি আফগান নাগরিকদের সরাসরি সহায়তা পাবে। প্রতিবেশী দেশগুলোতে যেসব আফগান শরণার্থী রয়েছে তারাও এর অন্তর্ভুক্ত হবেন। আফগানিস্তানের জন্য আমেরিকান মানবিক সহায়তা চলতি বছরের শেষে প্রায় ৪৭৪ মিলিয়ন ডলারে উন্নীত হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এই তহবিল জীবন রক্ষাকারী সুরক্ষা, খাদ্য নিরাপত্তা সহায়তা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শীতকালীন সহায়তা, রসদ এবং জরুরি খাদ্য সহায়তা প্রদান করতে সক্ষম হবে। স্বাস্থ্যসেবার ঘাটতি, কোভিড-১৯, শীত, খরা, অপুষ্টি এবং আসন্ন ক্রমবর্ধমান মানবিক প্রয়োজনেও কাজে লাগবে। স্পষ্ট করে বললে, এই মানবিক সহায়তা আফগানিস্তানের জনগণের জন্য, তালেবানদের জন্য নয়।

খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো দীর্ঘকাল ধরে শরণার্থীদের থাকার জায়গা দিয়ে আসছে। এজন্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ব্লিঙ্কেন। আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আফগানদের জন্য এসব দেশের সীমান্ত খুলে রাখার আহ্বান জানান ব্লিঙ্কেন। তিনি বলেন, এই নতুন মানবিক তহবিল দিয়ে আফগান নাগরিকদের সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সূত্র: ইন্ডিয়া টুডে

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ