আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা দোকানের মালিক ও কর্মচারী। দিওয়ালিকে সামনে রেখে দোকানে আতশবাজি মজুদ করা হয়েছিল।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে পাঁচজনকে কাল্লাকুরিছি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হঠাৎ বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। বিস্ফোরণে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি আহতের চিকিৎসায় এক লাখ রুপি করে দেওয়ার কথা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি
এনটি