বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


হাসপাতাল থেকে রিলিজ পেলেন মুফতি মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দিল্লির মেক্স হসপিটালে সফল অস্ত্রপাচারের পর রিলিজ পেয়েছেন রাজধানীর শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

আজ মঙ্গলবার মুফতি মিজানুর রহমান সাঈদের ছেলে হাসসান সাঈদ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন।

মুফতি মিজানুর রহমান সাঈদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে হাসসান সাঈদ জানান, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, ফাযল ও কারমে এবং আপনাদের সকলের আন্তরিক দুআ বিশেষ করে দারুল উলূম দেওবন্দ এর মুহতারাম আসাতিযায়ে কিরাম ও শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানীসহ দেশ বিদেশের শীর্ষ মাশায়েখের ইখলাস পূর্ণ দুআর ওয়াসিলায় আমার আব্বুর নেক পেইনের মেজর অপারেশন, দিল্লির মেক্স হসপিটালে সম্পন্ন হয়েছে।

ডাক্তারদের মন্তব্য অনুযায়ী অপারেশন আলহামদুলিল্লাহ কামিয়াব হয়েছে।সোমবার রাতে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বর্তমানে জমিয়াতে উলামা হিন্দ এর বিশেষ মেহমান খানায় বেড রেস্টে আছেন।

মাওলানা সৈয়দ মাহমুদ মদিনী হাফি. আব্বুর চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বিদেশ থেকে ওনার পিএস জনাব মুব্বাশিরের মাধ্যমে, এছাড়াও দারুল উলূম দেওবন্দ থেকে মাওলানা সালমান বিজনুরী মাওলানা খিজির কাশ্মীরিসহ অনেকে। আল্লাহ তাআলা সবাই কে জাযায়ে খাইর দান করুন। আব্বুর পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষ দুআর দরখাস্ত করছি।

এর আগে মেরুদন্ডের হাড় ও হাতের জয়েন্টে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদ গত (১৭ অক্টোবর) রবিবার চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। ডাক্তারের পরামর্শে (২৩ সেপ্টেম্বর) শনিবার সকালে তার অপারেশন হয়েছে।

এর আগে সফলভাবে চিকিৎসা সম্পন্ন হওয়ার জন্য অডিওবার্তায় দেশবাসীর কাছে মুফতি মিযানুর রহমান সাঈদ নিজেই দোয়া চেয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর