আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে ভারতে বিত্তবান উদ্যোক্তাদের দুর্দশার কথা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। তার মতে, ২০১৪ সাল থেকে ২০২০ পর্যন্ত ভারত ছেড়েছেন ৩৫ হাজার বিত্তবান উদ্যোক্তা।
সম্প্রতি টুইটারে তিনি এই অভিযোগ তোলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
টুইটে বিভিন্ন সংস্থার দেওয়া রিপোর্ট তুলে ধরে অমিত জানান, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বিপুল সংখ্যক বিত্তবান উদ্যোক্তা দেশ ছেড়েছেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত দেশ ছেড়েছেন ২৩ হাজার জন। ২০১৯ সালে আরও ৭ হাজার জন দেশ ছেড়েছেন। ২০২০ সালে দেশ ছেড়েছেন আরও ৫ হাজার জন। তারা এখন অন্য দেশে পাড়ি দিয়েছেন।
পশ্চিমবঙ্গের এই অর্থমন্ত্রীর প্রশ্ন- কী কারণে এই ধরনের ঘটনা ঘটছে? আতঙ্কে? একইসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে শিল্পপতিদের অপমান করারও অভিযোগ তুলেছেন তিনি।
এ প্রসঙ্গে টুইটে তিনি লিখেছেন, ‘খবরে প্রকাশিত হয়েছে পীযূষ তার এক বক্তব্যে দেশের শিল্পমহলকে দেশবিরোধী তকমা দিয়েছেন। শিল্পপতিরা নাকি দেশের স্বার্থবিরুদ্ধ কাজ করছেন। মোদি পীযুষবাবুকে তিরষ্কার করেননি কেন।’
প্রধানমন্ত্রীর কাছে সংসদে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এর আগে দেশের অভ্যন্তরীণ উৎপাদন থেকে শুরু করে জিএসটি, সব ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন অর্থমন্ত্রী। এবার ফের দেশের শিল্পায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন তিনি।
এনটি