আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সব দেশ যখন স্বাস্থ্য সরঞ্জাম ব্যবহার শুরু করবে, তারা যদি একযোগে চায় যে করোনার মহামারির অবসান হোক, তবেই কেবল করোনা শেষ হবে।
রোববার (২৪ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বক্তৃতায় এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, মহামারির অবসান ঘটানো এটা আমাদের হাতে। আমাদের প্রয়োজনীয় সব স্বাস্থ্য সরঞ্জাম হাতে রয়েছে। এগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা দরকার। কিন্তু বিশ্ব সেসব সরঞ্জাম ভালোভাবে ব্যবহার করছে না।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, প্রতি সপ্তাহে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হচ্ছে। বোঝা যাচ্ছে মহামারির অবসান এখনও অনেক দূরে।
এসময় কোভ্যাক্স ও আফ্রিকান ভ্যাকসিন অ্যাকুইজিশন ট্রাস্টের (এভিএটি) সঙ্গে টিকা নিয়ে আরও বেশি কাজ করতে ও অনুদান প্রদানে জি-২০ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সম্মেলনে চলতি বছরে বিশ্বের সব দেশের ৪০ শতাংশ এবং আগামী বছরের মাঝের দিকে ৭০ শতাংশ মানুষের জন্য ভ্যাকসিন সরবরাহে পরিকল্পনা নেওয়া হয়।
-এএ