আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ জানিয়েছেন, সরকারের সাথে আলোচনার পর পদযাত্রা স্থগিত করতে সম্মত হয়েছে পাকিস্তানের নিষিদ্ধ উগ্র রক্ষণশীল দল তেহরিকে লাব্বাইক পাকিস্তান (টিএলপি)।
আজ রোববার টিএলপির নেতৃত্বস্থানীয়দের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, টিএলপি মঙ্গলবার পর্যন্ত তাদের পদযাত্রা স্থগিত রাখবে। তবে লাহোর থেকে ইসলামাবাদের রাস্তায় মুরিদকি শহরে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ অব্যাহত রাখবে।
শেখ রশিদ আহমদ বলেন, তাদের দাবিদাওয়া বিবেচনার পর শান্তিপূর্ণভাবে এর সমাধান করা হবে। পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার টিএলপির আলোচকদের সাথে সরকার আবার আলোচনায় বসবে। এর আগে শুক্রবার টিএলপি প্রধান সাদ রিজভির মুক্তির দাবিতে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরু করে।
শুক্রবারের পদযাত্রায় পুলিশের সাথে টিএলপির সমর্থকদের সংঘর্ষে দুই পুলিশ নিহত হয়েছে। অপরদিকে শুক্রবার দুইজন ও শনিবার তিনজন টিএলপি সমর্থক নিহত হয়েছে বলে দলটি এক টুইট বার্তায় জানায়। এর আগে চলতি বছরের এপ্রিলে আইন হাতে তুলে নিতে সমর্থকদের উৎসাহিত করার অভিযোগে টিএলপি প্রধান সাদ রিজভিকে গ্রেফতার করা হয়। একইসাথে তার দলকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সাদ রিজভি ফ্রান্সে ইসলামের নবী মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র আঁকার জন্য পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য দাবি করছিলেন।সূত্র: জিও নিউজ
-এটি