আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় রোববার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।
সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ৮১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।
চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টার জানিয়েছে, প্রাথমিক ভাবে বলা যায় এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
ভূমিকম্পের সময় চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের ফুঝৌ, শিয়ামেন এবং কুয়ানঝৌ শহরেও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।
-এএ