শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ভারতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এক লাফে মৃত্যুর সংখ্যা সাড়ে ৬০০ ছাড়িয়ে গেছে। আগস্টের পর ফের দৈনিক মৃত্যুর সংখ্যা এই পর্যায়ে পৌঁছাল।

শনিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। গত ২৭ আগস্টের পর যা সর্বোচ্চ। ওই সময় দৈনিক মৃত্যু ছিল ৬০৭ জন।

শনিবার মোট দৈনিক মৃত্যুর মধ্যে ২৯১ জনই কেরালার। মৃত্যুর তথ্য পরিমার্জন করার ফলেই দক্ষিণের ওই রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ফলে দেশটির মোট দৈনিক মৃত্যুর সংখ্যাতেও তার প্রভাব পড়েছে।

এদিকে, বিশ্বে আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৭৪২ জনের। দৈনিক সংক্রমণও ফের বাড়তে শুরু করেছে ভারতে।

ভারতে ইতোমধ্যেই ১০০ কোটি টিকাকরণ হয়ে গেছে। কিন্তু তারপরেও নতুন করে সংক্রমণ মাথা চাড়া দেওয়ায় উৎসবের মৌসুম এবং বহু রাজ্যে কোভিড বিধির শিথিলতাকেই দায়ী করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩২৬ জন। যা শুক্রবারের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। যার মধ্যে শুধু কেরালাই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৬১ জন। কেরালাতে এই বিপুল সংক্রমণ এখন সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতে কেরালা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু- এই তিন রাজ্য থেকেই দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে। মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের উপর। তবে সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা কমেছে।

সংক্রমণকে দ্রুত লাগাম পড়াতে দ্রুত গতিতে টিকাকরণও চলছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ লাখ ৪৮ হাজার ৪১৭ জনের টিকাকরণ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ