আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু বলেন, "বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে।" একইসঙ্গে তিনি আরও বলেন, "CAA দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।"
এদিন বাংলাদেশে কুমিল্লার ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সেই পদযাত্রাতেই অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় অংশ নিয়েই তিনি রোহিঙ্গাদের ওপারে পাঠানোর কথা বলেন। একইসঙ্গে CAA প্রসঙ্গেও কথা বলেন।
একইসঙ্গে জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্য়েই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন।
সূত্র: জি ২৪ ঘণ্টা
এনটি