আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলকে ‘পাকিস্তানের আফগানিস্তান দখল’ বলে অভিহিত করেছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
তিনি শুক্রবার এক টুইটার বার্তায় বলেন, ‘পাকিস্তানের আফগানিস্তান দখলের ঘটনা গত দুই মাসে দারিদ্র, সামাজিক অস্থিরতা এবং শরিয়তের নামে নারীদের দাসত্ব ছাড়া আর কিছু দিতে পারেনি। জিডিপি ৩০% কমে গেছে। ৯০% মানুষ গরীব হয়ে গেছে। গণমাধ্যমের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা হরণ করা হয়েছে’।
তিনি আরো লিখেছেন, এই সময়ে আফগানিস্তানের মূল কূটনীতি কাতারের রাজধানী দোহায় স্থানান্তরিত হয়েছে এবং আফগানিস্তানের সামরিক সিদ্ধান্তগুলো রাওয়ালপিন্ডিতে নেয়া হচ্ছে। সালেহর ভাষায়, ‘এসব ঘটনার ঘনঘটায় পাকিস্তানের কোয়েটার হাক্কানিয়া মাদ্রাসায় প্রশিক্ষিত পাগড়িধারী সন্ত্রাসীরা আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্টিত হয়েছে’।
আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং স্বঘোষিত বর্তমান প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ, শুক্রবার, ২২ অক্টোবর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাবুল সফরের পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন। সালেহ বলেন যে, ‘আফগানিস্তানকে অনেক বড়, যাকে পাকিস্তান পুরোপুরি গিলতে পারবে না’।
একের পর এক টুইট বার্তায় সালেহ বলেছেন যে, আফগানদের মর্যাদা রক্ষা এবং আফগানিস্তানে পাকিস্তানি দখলদারিত্বের অবসানের জন্য সব দিক থেকে প্রতিরোধই সমাধান। তিনি তালেবান ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আফগান জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি এমন সময় এসব অভিযোগ করলেন যখন তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশ তালেবানের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে। রাশিয়া সম্প্রতি তালেবান প্রতিনিধিদের উপস্থিতিতে ১০টি আঞ্চলিক দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেছে এবং ওই বৈঠক থেকে আফগানিস্তানকে সাহায্য করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া আফগানিস্তানের শত শত কোটি ডলার কাবুলকে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন। এসব অর্থের বেশিরভাগ আমেরিকা জব্দ করেছে।
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর আমরুল্লাহ সালেহ পাঞ্জশির উপত্যকায় পালিয়ে যান। তবে বর্তমানে তার অবস্থান অজানা হলেও কেউ কেউ বলছেন, সালেহসহ তালেবানবিরোধী আফগানিস্তানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা তাজিকিস্তানে অবস্থান করছেন। আমরুল্লাহ সালেহ’র সর্বসাম্প্রতিক বক্তব্যের ব্যাপারে তালেবান এখনও প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, সালেহের মন্তব্য এমন সময় এসেছে যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ তালেবান নেতৃত্বের সঙ্গে দেখা করতে অঘোষিত সফরে কাবুল যান এবং আফগান জনগণকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে ৫০০ কোটি রুপি মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
-এটি