আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।
তিনি বলেন, আমাদের অঞ্চলের স্পর্শকাতর বিভিন্ন স্থানে অভিযান চলছে।
সে অভিযান শেষ না করে আমরা ফিরে আসব না। সিরিয়ায় আমরা আমাদের প্রক্রিয়া শেষ করব। ইদলিবে যা করা প্রয়োজন আমরা তাই করব, প্রয়োজন হলে আমরা সিরিয়ার সেনাদের ওপর ভারী অস্ত্র ব্যবহার করব।
পার্স টুডে জানায়, সিরিয়ার গণমাধ্যম খবর দিয়েছে যে, এরই মধ্যে ইদলিব প্রদেশের তুরস্ক নতুন করে সামরিক বহর পাঠিয়েছে। এরপরই এরদোগান এই হুমকি দিলেন।
-এটি