আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্থানে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা আছেন অনেকে।
বুধবার (২০ অক্টোবর) দিনভর বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান চালিয়েছেন বিমানবাহিনীর সদস্যরা। দুর্গত এলাকায় পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করেন তারা।
প্রবল বৃষ্টির কারণে ভূমিধসে আটকেপড়া মানুষের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রিস্পন্স ফোর্সের দুই হাজারের বেশি সদস্য।
এদিকে কেরালা রাজ্যের বন্যার পানি কমাতে খুলে দেওয়া হয়েছে এশিয়ার সবচেয়ে বড় স্লুইস গেট ইদ্দুকি। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বাঁধটি খুলে দেওয়া হয়।
বাঁধ খুলে দেওয়ায় উদ্বেগ বেড়েছে আশপাশের নিচু এলাকার বাসিন্দাদের। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ইতোমধ্যে কেরালা রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও একদিন উত্তরাখণ্ড, কেরালা ও তামিল নাডুসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
-এএ