আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে এক ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। সামরিক বাহিনীর একটি বাসে বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার রাজধানীতে এটিই সবথেকে ভয়াবহ বিস্ফোরণ। তবে কারা এই হামলার পেছনে রয়েছে তা স্পষ্ট নয়। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
এ হামলার পরেই বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় জানানো হয়েছে, একটি সেতুর কাছাকাছি পৌঁছালে সামরিক বাহিনীর সদস্যদের বহন করা বাসটিতে বিস্ফোরণ ঘটে।
আগে থেকেই বাসে দুটি বোমা লাগানো ছিল। এছাড়া সামরিক বাহিনীর প্রকৌশলীরা অন্যটি ডিফিউজ করেছে। বিস্ফোরণে নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন। অনেকের বিচ্ছিন্ন অংশ বাস থেকে সরানোর ফুটেজ দেখা গেছে রাষ্ট্রীয় টিভিতে।
-এটি