আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টিতে কোথায় কোথাও দেখা দিয়েছে ভূমিধস। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে জিও টিভি।
এদিকে কেরালায় বন্যার পানি কমাতে স্লুইস গেট খুলে দেয়া হয়েছে। এতে উদ্বেগ বাড়ছে নিচু এলাকার বাসিন্দাদের।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে কেরালায় বন্যার উপচে পড়া পানি কমাতে খুলে দেওয়া হয় এশিয়ার সবচেয়ে বড় স্লুইস গেট ইদ্দুকি। কর্তৃপক্ষ জানায়, বিপদসীমার উপর নিয়ে পানি প্রবাহিত হওয়ায় বাঁধটি খুলে দেওয়া হয়েছে।
এদিকে বাঁধ খুলে দেওয়ায় উদ্বেগ বেড়েছে আশপাশের নিচু এলাকার বাসিন্দাদের। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
অন্যদিকে, উত্তরাখণ্ডে বন্যায় হতাহতের সংখ্যা বাড়ছেই। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যটির নাইনিতাল জেলায়। মঙ্গলবার দিনভর বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান চালায় বিমান বাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহায়তার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।
উত্তরাখণ্ড ও কেরালায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত উদ্ধার কাজ শেষ করতে নির্দেশনা দেন তিনি।
উত্তরাখণ্ডের পাশাপাশি দিল্লিসহ ভারতের অন্যান্য রাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে।
-এএ