শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

বিশ্বে কোভিড সংক্রমণ ও মৃত্যু কমেছে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ১১ থেকে ১৭ অক্টেবর পর্যন্ত এক সপ্তাহে ২৭ লাখের বেশি লোক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে এবং ৪৬ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাপ্তাহিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

বাসস জানিয়েছে, ইউরোপীয় অঞ্চল বাদে বিশ্বের অন্যান্য স্থানে পরপর তিন সপ্তাহে বিশ্বে নতুন কোভিড-১৯ সংক্রমণ আগের সপ্তাহের চেয়ে ৭ শতাংশ বেড়েছে। ডব্লিউএইচও’র মহামারি সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকা অঞ্চল থেকে নতুন সংক্রমণ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। এ অঞ্চলে সংক্রমণ ১৮ শতাংশ হ্রাস পেয়েছে। এরপরে রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (১৭ শতাংশ)।

সাপ্তাহিক হিসাবে পূর্ববর্তী সপ্তাহ থেকে সবচেয়ে বেশি (২৪ শতাংশ) সংক্রমণ হ্রাস পেয়েছে আফ্রিকা অঞ্চলে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৯ শতাংশের নিচে হ্রাস পেয়েছে। মৃত্যুহার বেড়েছে শুধু ইউরোপে (৪ শতাংশ); আর, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার ১ শতাংশ।

ডব্লিউএইচও’র বুলেটিনে বলা হয়েছে—১১ থেকে ১৭ অক্টোবর বিশ্বব্যাপী মোট ২৭ লাখ ৬৩ হাজার ৯৫৭ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এ সময়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৪০ জন। এতে দেখা যায় সংক্রমণ ও মৃত্যুর হার পূর্ববর্তী সপ্তাহের চেয়ে যথাক্রমে ৪ শতাংশ এবং ২ শতাংশ হ্রাস পেয়েছে।

এ ছাড়া ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়, নতুন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা যুক্তরাষ্ট্রে—পাঁচ লাখ ৮২ হাজার ৭০৭, যুক্তরাজ্যে দুই লাখ ৮৩ হাজার ৭৫৬, রাশিয়ায় দুই লাখ ১৭ হাজার ৩২২, তুরস্কে দুই লাখ ১৩ হাজার ৯৮১ এবং ভারতে এক লাখ ১৪ হাজার ২৪৪।

এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি নয় লাখ ৪০ হাজার ৯৩৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪৯ লাখ তিন হাজার ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে তিন লাখ ২৫ হাজার ৮৭৫ জন এবং পাঁচ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ