জুলফিকার জাহিদ।।
ওমরা পালনকারীদের দেশে ফিরতে ঘণ্টা দেরি হওয়ায় ৮ কোম্পানিকে জরিমানার মুখোমুখি হতে হয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে বলা হয়েছে, ওমরা পালনকারীদের দেশে ফেরাতে টেকনিক্যাল সমস্যার কারণে শুধু ৬ ঘণ্টা দেরি হওয়ার কারণে জরিমানা গুণতে হয়েছে তাদের।
ওমরা কোম্পানিগুলোর মালিক ইসমাইল আব্দুল মুত্তালিব বলেছেন, উমরা পালনকারীরা এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পর ফ্লাইট বিলম্বের কারণে ৪ থেকে ৬ ঘন্টা দেরি হয়েছিল। এ কারণে ওমরাকারীদের সেবায় নিয়োজিত ৮ কোম্পানির উপর জরিমানা আরোপ করা হয়েছে।
কোম্পানির মালিকের পক্ষ থেকে আরো বলা হয়েছে, শাওয়াল মাসে ওমরাকারীদের দেশে ফেরার তাড়াহুড়া থাকে অনেক বেশি। সে সময়ে বিরম্ব কে সাধারণ ব্যাপার হিসেবে গণ্য করা হয়। এবং এই বিলম্ব অল্পসময়ের ছিল। এরপরও কোম্পানির উপর মামলা করা হয়েছে। এবং দুবছর আগের মামলা সামনে এনে জরিমানা আরোপ করা হয়েছে।
এনটি