আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে সাক্ষাৎ করবেন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সোমবার একজন আফগান কর্মকর্তা এমন সংবাদ প্রকাশ করেছে।
তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেছেন, রোববার সন্ধ্যায় আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ সাথে দেখা করেছেন তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এ সময় আমির খান মুত্তাকিকে চীনা রাষ্ট্রদূত এ বিষয়টি নিশ্চিত করেন যে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করতে চান।
আব্দুল কাহার বলখি তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী কোন স্থানে এবং কখন দেখা করবেন তা পরে জানানো হবে।
আমির খান মুত্তাকির সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠক সম্পন্ন হলে তা হবে চতুর্থ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তালেবান কর্তৃপক্ষের আলোচনা বৈঠক। কারণ, এর আগে তুরস্ক,উজবেকিস্তান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তালেবান কর্তৃপক্ষের আলোচনা হয়েছে।
আব্দুল কাহার বলখি আরো বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে আলোচনার সময় চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ তার দেশে পাইন প্রজাতির বাদাম রফতানির জন্য অনুরোধ করেন। এ সময় আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ চীনা রাষ্ট্রদূতকে এ বিষয়টি নিশ্চিত করেছে যে চীনে পাইন প্রজাতির বাদাম রফতানির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন তারা।
সূত্র: ইয়েনি শাফাক।
এনটি