আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম গত সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ ঘাটতি চলছে। পাশাপাশি গ্যাস ও কয়লার দাম বাড়ার কারণে বিভিন্ন দেশ আরো বেশি হারে জ্বালানির উৎস হিসেবে তেলের দিকে ঝুঁকছে।
ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বেড়ে ৮৪ ডলার ৮৪ সেন্টে বিক্রি হচ্ছে। যা ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) টেক্সাস ক্রুড অয়েলের দাম ৮৭ শতাংশ বৃদ্ধি পায়। এতে, দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ ডলার ৬ সেন্ট।
গবেষণা সংস্থা , ওইসিডি জানায় ২০১৫ সালের পর বর্তমানে জ্বালানি তেলের মজুত সবচেয়ে কম রয়েছে উৎপাদক দেশগুলোতে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি বলে জানায় সংস্থাটি।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বৃহস্পতিবার জানায়, জ্বালানি সংকটের ফলে বিশ্বব্যাপী প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ব্যারেলে পৌঁছতে পারে।
এ পরিস্থিতিতে চলতি বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দৈনিক চাহিদার বিপরীতে সরবরাহ ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ৭ লাখ ব্যারেল। ওপেক প্লাস তাদের উত্তোলন পরিসীমা বৃদ্ধি করলে এ সংকট মোকাবেলা করা সহজ হতে পারে।
এদিকে সংকট মোকাবেলায় জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রাশিয়া।
-এএ