আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে, কোভিড-১৯ এর সম্পূর্ণ টিকা গ্রহণকারী বিদেশী ভ্রমণকারীদের স্থল ও আকাশ পথে ৮ নভেম্বর থেকে প্রবেশের অনুমতি দেয়া হবে। খবর এএফপি’র।
হোয়াাইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ টুইটার বার্তায় জানান, "জনস্বাস্থের স্বার্থে এই নীতি কঠোর ও সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হয়েছে।"
তবে এক্ষেত্রে তাদের মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে, থাকতে হবে কোভিড সনদ।
নতুন নির্দেশনা অনুসারে, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ইউরোপের শেনজেন অঞ্চলের ২৬টি দেশ এবং ব্রিটেন, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের নাগরিকরা এ সুযোগ পাবেন। তবে এই তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশের নাম।
-এএ