শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

তালেবানের সঙ্গে বৈঠকে নারী শিক্ষা-কর্মসংস্থানের বিষয়ে আলোচনা তুলল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানদের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের পর তুরস্কের সঙ্গে তালেবানদের এটিই প্রথম বৈঠক। সফররত আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

গতকাল বৃহস্পতিবার বৈঠকের পর আনাদলু এজেন্সিকে কাভুসোগলু বলেন, ‘আমরা তালেবান প্রশাসনকে পরামর্শ দিয়েছি। আমরা বলেছি, তাদের দেশের একতার জন্য তাদের অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত। আমরা প্রশাসনে তালেবান ছাড়াও অন্য জাতিগোষ্ঠীর লোকদের অন্তর্ভুক্ত করার গুরুত্বের কথা বলেছি।’

তিনি বলেন, ‘তুরস্ক মেয়েদের শিক্ষা এবং মহিলাদের কর্মসংস্থানের পরামর্শ দিয়েছে। বলেছি, এটি কেবল পশ্চিমা দেশগুলোর দাবি নয়, এটি ইসলামিক বিশ্বেরও পরামর্শ।’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাবুল থেকে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করার নিরাপত্তা বিষয়ে দেশ হিসেবে তুরস্ক এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার প্রত্যাশার কথাও জানিয়েছেন।’

এদিকে তালেবান প্রতিনিধিদল তুরস্ককে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে তাদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। কাভুসোগলু বলেন, প্রতিনিধিদলটি তুরস্কের রেড ক্রিসেন্ট, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ধর্ম বিষয়ক অধিদপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবে।

তিনি বলেন, তালেবান কর্মকর্তারা তুরস্ক থেকে দেশে ফিরতে চান এমন আফগান শরণার্থীদের সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ১০টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কাতারে সিরিজ বৈঠকের পরে তুরস্কের সঙ্গে তালেবানের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ