শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

বিশ্বসেরা তালিকায় নোবিপ্রবির ১১ গবেষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১ গবেষক। তালিকায় বাংলাদেশের ১ হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তারা।

আজ শনিবার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। র‍্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় নোবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ফিসারিজ এবং মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, দ্বিতীয় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, তৃতীয় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার।

৪র্থ স্থানে রয়েছেন ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুল মমিন সিদ্দিক, ৫ম স্থানে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ৬ষ্ঠ স্থানে রয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ।

৭ম স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ, ৮ম স্থানে রয়েছেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, ৯ম স্থানে রয়েছেন বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ১০ম স্থানে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান ও ১১তম স্থানে এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ