বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


একইদিনে একাধিক পরীক্ষা, যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন সরকারি চাকরির নিয়োগ আটকে থাকায় এখন সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে একই সঙ্গে একাধিক নিয়োগ পরীক্ষা নিতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘চাকরিপ্রার্থীদের আপাতত কিছুদিনের মধ্যে একটু ছাড় দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে একটি সংবাদমাধ্যমকে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কিছুদিন ধরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (শুক্র ও শনিবার) একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এতে বিপাকে পড়ছেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল শুক্রবার একই দিনে মোট ১৪টি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটা বিশেষ সময় পার করছি। করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির পর একটা স্বস্তিকর পরিস্থিতি আসছে। সব পরীক্ষা ডিউ (আটকে) ছিল।

যেহেতু শুক্র ও শনিবার বন্ধ থাকে, পরীক্ষাগুলো শুক্র ও শনিবার নিতে হয়। কারণ, যেসব ডিপার্টমেন্ট পরীক্ষা নেয় তারা সেভাবে অ্যারেঞ্জ করে। সেক্ষেত্রে আমরা যদি পরীক্ষাগুলো শুক্র ও শনিবার নেই তাহলে তো পরীক্ষা জট থেকেই যাবে। আমরা এখন এ স্বস্তিকর সময়ের মধ্যে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করছি।’

আপাতত কোনো বিকল্প নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘পৌনে দুই বছরের যে ব্যাকলক রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে শূন্যপদগুলো আমাদের দ্রুত ফিলাপ করতে হবে। সেজন্য এই রকম (একই দিনে অনেকগুলো) অবস্থা কিছুটা হচ্ছে। আমার মনে হয় আর কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এটার বিকল্প কিছু করাও তো যাচ্ছে না।’

এসময় মন্ত্রী আরও বলেন, ‘চাকরি প্রার্থীদের আপাতত কিছুদিনের মধ্যে একটা ছাড় দিয়ে (একই দিনে একাধিক পরীক্ষা থাকলে যেটা বেশি ভালো সেটাতে অংশগ্রহণ করা) এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ