বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, মানুষ পালাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন থান্টলং শহরের বাসিন্দারা। হাতেগোনা কয়েকজন সরকারি কর্মকর্তা, একটি এতিমখানার কিছু শিশু আর অভিযানরত সেনা সদস্যরা ছাড়া আর কেউ নেই শহরটিতে।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় মিডিয়া জানিয়েছে, সেনা সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলছে। তাই শহরের ১০ হাজার বাসিন্দার মধ্যে প্রায় সকলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকায় চলে গেছেন। অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন বলে এক স্থানীয় নেতা জানিয়েছেন।

কিছুদিন ধরে এখানে বিদ্রোহীদের সঙ্গে সেনার সংঘর্ষ চলছে। প্রচুর বাড়িতে আগুন জ্বলছে। গত সপ্তাহান্তে অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

স্থানীয় নেতা সালাই থাং বলেছেন, বিদ্রোহীরা একটি সেনা ছাউনিতে আক্রমণ করে। সেনার ক্ষয়ক্ষতি হয়। তারপর বিমান বাহিনীর বিমান এসে হামলা চালায়। তাতে চারজন সাধারণ মানুষ মারা গেছেন। ১৫ জন আহত। বিদ্রোহীদের দাবি, তাদের আক্রমণে ৩০ জন সেনার মৃত্যু হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই বিক্ষোভ-সহিংসতা লেগে রয়েছে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ