জুলফিকার জাহিদ।।
ফিলিপিনো বংশোদ্ভূত শায়খ মুহাম্মদ দেলাবিনিয়া নামে এক মুবাল্লিগ সৌদি আরবের রাজধানী রিয়াদে ইন্তেকাল করেছেন।
গতকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেন।
আল আরাবিয়া ও সবক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
তিনি ২৫ বছর ধরে রিয়াদের ‘কমিউনিটি দাওয়া সেন্টারে’ ইসলাম প্রচার-প্রসারের কাজে নিয়োজিত ছিলেন।
আল বাতহায় অবস্থিত দাওয়া বিভাগের পক্ষ থেকে শায়খ মোহাম্মদ-এর ইন্তেকালে শোক ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
তার ইন্তেকালের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক ছড়িয়ে পড়েছে বলে খবরে জানানো হয়েছে।
ফিলিপিনো মানুষের কাছে ইসলামের মৌলিক শিক্ষার ছড়িয়ে দিতে এবং তাদেরকে ধর্মীয় বিষয় শেখানোর কারণে নেটিজেনরা শায়খ মোহাম্মদ-এর প্রশংসা করেন।
বাতহা দাওয়া এরশাদ বিভাগের পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরে শায়খ মুহাম্মদ-এর হাতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তার হাতে প্রত্যেক মাসে ৫০ থেকে ৭০ জন মানুষ ইসলাম গ্রহণ করতেন। ইসলামের মৌলিক বিষযয়ে শিক্ষা দিতে তাদের সবার সাথেই তিনি যোগাযোগ রাখতেন’।
শায়খ মোহাম্মদ দাওয়াহ এরশাদ বিভাগের সরকারি মুবাল্লিগ হিসেবে কাজ করতেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শায়খ মোহাম্মদ-এর জানাজার নামাজ আজ (২২ সেপ্টেম্বর) বুধবার আসরের নামাজের পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আতিকা মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে আল মানসুরিয়া কবরস্থানে দাফন করা হবে।
এনটি